০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ঘুমপাড়ানি চাদর

-


এই তো সেদিন বাবার সাথে গেলাম নদীর পাড়ে
বন বনানী পাহাড় দেখা গাঁয়ের বিলের ধারে,
বাবার কাছে কত আদর বাবা আমার ছায়া
যার পরশে জুড়ায় দেহ মনের যত মায়া।

এই তো সেদিন বাবার সাথে গেলাম ঈদের মাঠে
হাতটা ধরে বাবার সাথে গেলাম বাজার হাটে,
বাবা আমার বটের ছায়া বাবা আমার সব
বাবার সাথে থেকেই পেলাম কথার কলরব।

এই তো সেদিন বাবার সাথে গেলাম নানার বাড়ি
সঙ্গে ছিল ছোট্ট বোন আর নতুন গরুর গাড়ি,
বাবার হাতটা ধরে যখন যেতাম খেলার মাঠে
সন্ধ্যা হলে বাসায় ফিরে বসি পড়ার পাঠে।

বাবার দেয়া খরচ করার টুকটুকে লাল নোট
বাবার সাথে চড়ুই খেলার বাঁধি নতুন জোট,
বাবা মানে হাসি ফোটায় চোখের কোণে জল
ছেলের কাছে দুঃখ ভুলে থাকে হাস্যোজ্জ্বল।

সেই বাবা তো চলে গেছে আমায় দিয়ে ফাঁকি
বাবা ছাড়া হাজার কষ্ট বুক চাপিয়ে রাখি,
বাবার দেয়া নতুন জামার কথা মনে হলে
কষ্টে আমার বুক ফেটে যায় দুই নয়নয়ের জলে।

বাবা আমার ঘুমিয়ে আছে গাঁয়ের কবর পাড়
বড্ড সুখে আছি আমি নেই না খবর তার,
বাবা তুমি ভালো থেকো একটু দিও আদর!
বাবা তুমি আমার বুকের ঘুমপাড়ানি চাদর।

 


আরো সংবাদ



premium cement