২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বর্ষার দিন

-


বর্ষার দিন গনা যেই হয় শুরু
হামাগুড়ি দিয়ে মেঘ ডাকে গুরুগুরু
রিনিঝিনি সুরে মন করে উড়ুউড়ু।

খাল বিল নদী-নালা জলে থইথই
কাদাজলে পথঘাট হয় দই-দই,
হাঁস ডাকে খুকুমণি আয় তই-তই।

টিপটিপ টিপটিপ বর্ষার বৃষ্টি
ঘুমে চোখ ঢুলুঢুলু মেলা দায় দৃষ্টি,
পাখি সব যবুথবু ভিজে সারা সৃষ্টি।


আরো সংবাদ



premium cement