২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মেঘের মেয়ে

-

একটা পাহাড় কিনতে গিয়ে
মেঘ কিনেছি, বিকেল বেলার মেঘ
তখন ছিল মিষ্টি বাতাস, ঠিক গোধূলি
মেঘের ছিল বেগ।

ঘুড়ির আকাশ চমকে গেল
থমকে বলে, কই নিয়ে যাও তাকে
আমি বলি, মেঘটা আমার ভীষণ প্রিয়-
দেখাব যে মাকে।

দেখলে মা তার আঁচড়ে দেবে
দিঘল কালো চুল,
বেণীর সাথে ঝুলিয়ে দেবে
ঝুমকো লতার ফুল।

রোজ বিকেলে মাঠের ওপর
উড়বে যখন ঘুড়ি,
আমিও যেন মেঘের সাথে
তাল মিলিয়ে উড়ি।

তাই কিনেছি সাদা সাদা
টুকরো মেঘের দল,
কিন্তু দেখি মেঘের মেয়ে
গড়গড়িয়ে পাহাড় বেয়ে
নামল হয়ে ঢল।

মিলিয়ে গেল নদীর সাথে
আমার দেখা নাই,
সন্ধা হলো, মা ডেকেছেন
ঘরকে ফিরে যাই।


আরো সংবাদ



premium cement