৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


দাগ ও দুর্গন্ধ

-


কতবার হাত ধুলে মুছে যাবে হাত থেকে শোণিতের দাগ?
কতবার মুখ ধুলে মুছে যাবে মুখ থেকে মাংসের দুর্গন্ধ?
যতই হিসাব কষো, ক্যালকুলেটরে তুমি করো গুণ-ভাগ
মিলবে না এ গণিত, ফিরবে না জীবনের কাব্যে সেই ছন্দ!

অনেক কেঁদেছে নারী, অনেক কেঁদেছে শিশু, শিশুদের পিতা
মানুষের আর্তনাদে অনেক হয়েছে ভারী বিশে^র বাতাস
নষ্ট ওই হাত দিয়ে টিপেছ বোতাম কিংবা টেনেছ কী ফিতা,
পড়েছে হুমড়ি খেয়ে নিযুত নিযুত, আহা, শতচ্ছিন্ন লাশ!

হায়েনারও হায়া আছে, চমকায় চোখে তারও ভয়ের বিদ্যুৎ,
পাথরেরও শক্ত প্রাণে তরমুজের মতো বুঝি আছে কোমলতা;
কিন্তু হে মানুষখেকো! স্বাধীনতাখেকো ওহে রক্তচোষা ভূত!
দয়া-মায়া-হায়া-ভয় তোমার জগতে জানি শুধু রূপকথা।

ধুয়ে যাও কোটিবার, তারপরও কোটিবার, কোটিবার ফেরÑ
যতবারই ধোও তুমি, যাবে না রক্তের দাগ, দুর্গন্ধ মাংসের।

 

 


আরো সংবাদ



premium cement