২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


স্মৃতিতে বাবা

-

বাবার মুখে শুনেছি আমি প্রথম কবিতা,
আঁকা হয়নি বাবার সাথে সুখের ছবিটা।
হাত ধরে শিখিয়ে দিত বাবা কত কিছু,
তারার মাঝে খুঁজি তাকে চাঁদের পিছু পিছু।
কত দিন হয় না আমার বাবা ডাকার সুখ,
ভুলিনি আজো তোমার ঘুমিয়ে থাকা মুখ।
হারিয়ে গেলে যেদিন তুমি অস্তপারের রাগে
গান কবিতা ছন্দ সুরেই তোমার বাণী জাগে।
বাবা আমার প্রিয় বাবা আর থেকো না দূরে
তোমার স্মৃতি স্বপ্নাকাশ আমার হৃদয় জুড়ে।


আরো সংবাদ



premium cement