১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


আঁকছি যখন

-

দেয়াল জুড়ে আঁকছি যখন
ডোরাকাটা বাঘ
ওমা, কেমন দেখছি মায়ের
চোখে-মুখে রাগ।

দুম দুমা দুম না দিয়ে মা
কানটা দিলো মলে
বকেঝকে হনহনিয়ে
হেঁশেলে যান চলে।

রেগেছে মা বুঝতে পারি
রাগার কারণ আছে
আঁকব না মা দেয়ালজুড়ে
বলব মায়ের কাছে।

উঁকি দিয়ে যেই না মাকে
একটুখানি দেখি
উনুন জ্বেলে আঁচল মুখে
কাঁদছে কেন একি!

তখন আমার মন ভারী হয়
বুকটা ওঠে কেঁপে
মায়ের কাছে চাইতে ক্ষমা
বুকে রাখেন চেপে।

তখনই মা চোখ মুছে নেন
কাণ্ড আমার দেখে
আলতো করে কপালে মা
চুমো দিলেন এঁকে।

আর দেয়ালে আঁকব না মা
ফেলে দিলাম সবই
ওই যে দেখো টাঙিয়েছি
গুরু বিশ্বকবি।

 


আরো সংবাদ



premium cement