২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


আগডুম বাগডুম : কবিতা

-

তখন আমি নীল কবুতর হয়ে
ফারুক নওয়াজ

রাত বারোটা... কিংবা ধরো একটা দুটোর পর
সবাই যখন ঘুমিয়ে কাতর- নিঝুম প্রান্তর
তখন আমি একা...
চাঁদ এঁকে দেয় ঝাবুকবনে মৃদু আলোর রেখা।...

একটা নদী, ছোট্ট নদী- যায় একাকী বয়ে
তখন আমি পাখনা মেলি নীল কবুতর হয়ে...

সবাই তখন ঘুমের ভেতর মিশে যাওয়ায়
বুঝল না কেউ কিছু-
উড়ছি আমি উড়ছি আমি উড়ছি আমি
মায়ার পিছু পিছু।...

মায়া কিসের মায়া!
কিসের যেন ছায়া
নেয় আমাকে টেনে টেনে টেনে টেনে
আঁধার মেঘের ভাঁজে-
তখন হয় তো রাত আড়াইটা বাজে।...

নীলচে ডানার নীল কবুতর আমি....
উড়তে উড়তে উড়তে উড়তে
ক্লান্ত হলে মেঘের ভেতর থামি...

একটুখানি থেমেই আবার
উড়ে উড়ে উড়ে উড়ে হারিয়ে গেলাম
মেঘের ভেতর আরো!...
কোথায় গেলাম কখন গেলাম
সকাল বেলায় ঘুম ভেঙে আর
জানা হলো না কারো!...

সবাই শুধু দেখবে কিছু
নীলচে রঙের পাখির পালক
ছড়িয়ে আছে সারা উঠোনজুড়ে...
বুঝবে না কেউ পালকগুলো
যাহার ছিল সে কোন পাখি
নীল কবুতর হয়েই সে যে
হারিয়ে গেছে মেঘের পাহাড়
পেরিয়ে অনেক দূরে!...

 

ঝিলের দেহে চিল
বাছিত ইবনে হাবীব

ঝিরিঝিরি বৃষ্টিমাঝে ঝিলের দেহে চিল
চিলের ভারী বিপদ ছিল ছবিটি ঝিলমিল।
পাশাপাশি শুয়ে আছে সবুজ ঘাসের জমি
নিরব নিথর গাছগাছালি বৃষ্টি অতিক্রমী।

দুই চারটি পাখির ডানায় হঠাৎ বৃষ্টিফোঁটা
ছত্রবীনা কৃষাণীদের আকাশে চোখ ওঠা!
একটু দূরে দাঁড়িয়ে আছে কচি ধানের চারা
বর্ষাকালের জলসাগরে দিচ্ছে দারুণ সাড়া।

কিছু পথিক বসে আছে মাথায় দিয়ে হাত
মাঠে নেমে ফসল নেবে স্বপ্নভরা রাত!
কোথায় যাবো কোথায় গেলে জুটবে দিনের কাম
সকাল থেকে ওই নেমেছে বৃষ্টি অবিরাম!

একটি ছেলে হাসতে হাসতে নামখানা তার তিব্বি
অভিনব দৃশ্য বলেই -হারিয়ে গেল দিব্বি।
বাসে বসে মোবাইল ঘষে এসব মজার দৃশ্য
নিসর্গতার দেহ মানে নিত্যনতুন বিশ্ব।

 

আঁধার হতে উৎসারিত
আজমাইন নিজাম

অন্ধকারের পাতায় পাতায় হাজার তারার ফুল
রাতের বুকে খুশবু ছড়ায় দোলে দোদুল দুল।
পাপড়িজুড়ে শিশির কণার আলতো আদর চুম
এমন সময় কেমন করে আসবে চোখে ঘুম?

ঘুম আসে না চোখের কোণায় রাত্রি ডুবে রয়
রাত্রি-দিনের ভাঁজে ভাঁজে হচ্ছে জীবন ক্ষয়
একজীবনে যতই থাকুক রঙিন আলোর বান
দিনের শেষে রাত্রি এসে বানায় মরুদ্যান।

ধূসর মরু রুক্ষ তখন নেই সবুজের ছায়া
হৃদয়জুড়ে তবু তামাট মরীচিকার মায়া
মোহ-মায়ার এই পৃথিবী একটা গোলক ধাঁধা
জন্ম এবং মৃত্যু থাকে একই সুতোয় বাঁধা।

সময় যখন শেষ হয়ে যায় সুতোয় পড়ে টান
জীবন ঘুড়ির শেষ ঠিকানা আঁধার গোরস্থান
আঁধার হতে উৎসারিত আঁধারে হয় শেষ
চোখ-মুদিলে এক নিমিষে আলো নিরুদ্দেশ।

অন্ধকারের পেটে তবু বুনি আলোর বীজ
আলোকিত থাকে যেন মনের দহলিজ।


আরো সংবাদ



premium cement
দ্বিতীয়বারের মত প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করলেন হালান্ড সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা আহত, স্ত্রী নিহত বাংলাদেশে মেয়েদের ক্রীড়ায় সাফল্যের আড়ালে ভিন্ন চিত্র এইচপির দল ঘোষণা, নতুন মুখের আধিপত্য খেলাধুলা ও সাংস্কৃতিতে যারা দক্ষ তারা বিশেষ মেধাসম্পন্ন : জবি ভিসি খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : ফারুক রাইসির মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক টাটা মটরস বাংলাদেশে উদ্বোধন করল টাটা যোদ্ধা রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিএনপির শোক মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা কার্নিভাল অনুষ্ঠিত

সকল