২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


প্র শ্নো ত্ত র

প্র শ্নো ত্ত র - ফাইল ছবি

প্রশ্ন : শামসুল ইসলাম : সুন্নত নামাজে ভুল হলে অথবা ভুলবশত সূরা ফাতেহার সাথে আরেকটি সূরা না মেলালে অথবা এক রাকায়াত বেশি পড়লে সাহু সেজদা দিতে হবে কি?

উত্তর : মাওলানা লিয়াকত আলী : নামাজ সুন্নত হলেও আরকান ও আহকামের দিক দিয়ে ফরজ নামাজের সমান। তাই যেসব কারণে ফরজ নামাজে সাহু সিজদা ওয়াজিব হয়, সেসব কারণে সুন্নত নামাজেও সাহু সিজদা ওয়াজিব হয়। যেকোনো ওয়াজিব বাদ পড়লে, ভুলবশত সূরা ফাতেহার সাথে আরেকটি সূরা না মেলালে বা এক রাকায়াত বেশি পড়ে ফেললে ফরজ নামাজের মতো সুন্নত নামাজেও সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা না দেয়া হলে সেই নামাজ আবার আদায় করতে হবে। কেননা সাহু সিজদা ওয়াজিব হওয়া সত্ত্বেও সাহু সিজদা ছাড়াই নামাজ শেষ করলে সেই নামাজ হয় অঙ্গহীন। আর এভাবে নামাজকে অঙ্গহীন করা গুনাহের কাজ।


আরো সংবাদ



premium cement