০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


দরূদ ও সালাম

দরূদ ও সালাম - ফাইল ছবি

আওস ইবনে আওস রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। সুতরাং ওই দিন তোমরা আমার ওপর অধিক মাত্রায় দরূদ পড়ো। কেন না, তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়।’ লোকেরা বলল, ‘ইয়া রাসূলুল্লাহ সা:! আপনি তো (মারা যাওয়ার পর) পচে-গলে নিশ্চিহ্ন হয়ে যাবেন। সে ক্ষেত্রে আমাদের দরূদ কিভাবে আপনার কাছে পেশ করা হবে?’ তিনি বললেন, ‘আল্লাহ পয়গম্বরদের দেহকে খেয়ে ফেলা মাটির ওপর হারাম করে দিয়েছেন।’ (বিধায় তাঁদের শরীর আবহমানকাল ধরে অক্ষত থাকবে)

(আবু দাউদ : ১৫৩৩)


আরো সংবাদ



premium cement