২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দেবীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূ খুন

- প্রতীকী ছবি

দেবীগঞ্জে ৩৭ শতক জমিকে কেন্দ্র করে জাহেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। খুন হওয়া গৃহবধূ চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকার মল্লুক মিয়ার স্ত্রী।

জানা যায়, মল্লুক মিয়ার বাড়ি তার বাড়ির কাছের জায়গায় এক একর ডাঙা জমি ১০ বছর আগে রেকর্ডিং মালিক জসিম উদ্দিনের কাছ থেকে ও জসিম উদ্দিন মারা যাওয়ার পর তার ওয়ারিশদের নিকট থেকে কিনে নেন। জমি ক্রয় করার পর সেখানে আমের বাগান তৈরি করেন। আমের বাগানের জমির মধ্যে ৩৭ শতক জমি নিজের বলে দাবি করছে ইসরাইল হোসেন।

ইসরাইল হোসেন চর তিস্তাপাড়া এলাকার সেকান্দার আলীর ছেলে। তিনি জমি ইতোপূর্বেও ঝামেলা হয় দুই পরিবারের মধ্যে। এ নিয়ে থানায় অভিযোগও দেয়া হয়। ওই জমিকে কেন্দ্র করে থানায় কয়েকবার মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।

অবশেষে মল্লিক মিয়া পাঁচদিন আগে পঞ্চগড়ের আদালতে মামলা করেন। মামলার পর তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার রাতে ইসরাইলের পরিবারের লোকজন মল্লুক মিয়ার বাড়িতে প্রবেশ করে তাদের অতর্কিত হামলা চালায়। বাড়ির লোকজনের উপর হামলা করে তাদের আহত করে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

৫০ শয্যা বিশিষ্ট দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মল্লিক মিয়া হামলাকারীদের আসামি করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

বিকেলে দেবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইসরাইল হোসেনকে গ্রেফতার করে।

দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশীদ বলেন, দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মামলার ১ নম্বর আসামি ইসরাইল হোসেনকে গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement