২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উল্লাপাড়ায় কমেছে যানবাহন, ভোগান্তিতে যাত্রীরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উল্লাপাড়ায় কমেছে যানবাহন, ভোগান্তিতে যাত্রীরা। - ছবি : নয়া দিগন্ত

হঠাৎ করেই দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে অস্থিরতা তৈরি হয়েছে জনসাধারণের মধ্যে। এর প্রভাব পড়েছে দেশের সড়কগুলোতে। যাত্রীর তুলনায় যানবাহন বেশ কম লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার রাতে সরকারের হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়কগুলোতেও দেখা দিয়েছে পরিবহন সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ। উত্তরাঞ্চলের প্রবেশপথ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের ঢাকা মহাসড়কে যানবাহন কম থাকায় যাত্রীর চাপ দেখা গেছে। গন্তব্যে পৌঁছাতে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অনেকে, মাঝে মাঝে দুয়েকটা গাড়ি আসলেও ভাড়া চাচ্ছে আগের তুলনায় অনেক বেশি- এতে বেশ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে প্রতিদিন ২২ জেলার কয়েক হাজার যানবহন চলাচাল করে, তবে শনিবার এই মহাসড়কটি প্রায় ফাঁকাই ছিল বলা যায়। বঙ্গবন্ধু সেতু হয়ে জেলার গুরুত্বপূর্ণ উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা যায় একই চিত্র, বিভিন্ন মোড়ে যানবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা।

হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রী রুবেল, সোহান, মেরাজ রবিউলসহ অনেকে বলেন, ৪ ঘণ্টা যাবত বাসের জন্য দাঁড়িয়ে আছি, দুই-একটি বাস আসলেও সিট নেই এবং ভাড়া অনেক বেশি, সেজন্য উঠতে পারিনি। তবে অনেকেই ভাড়া বেশি দিয়েই কর্মস্থলে যাচ্ছেন।

এস.আই এন্টারপ্রাইজের চালক ফরিদুল ইসলাম বলেন, হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমরা গাড়ি নিয়ে বের হয়নি। সরকার তেলের দাম বাড়িয়েছে কিন্তু আমাদের বাস ভাড়া বাড়ায়নি। যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। তেলের দাম বেশি, ভাড়া কম- এমন পরিস্থিতিতে গাড়ি চালালে মালিকের লোকসান হবে- তাই গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে দূরপাল্লার কিছু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য দিনের চেয়ে আজ সিরাজগঞ্জের মহাসড়কে যানবহনের চাপ কম লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement