০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় উদ্ধার গন্ধগোকুল সিরাজগঞ্জ ইকোপার্কে

বগুড়ায় উদ্ধার গন্ধগোকুল সিরাজগঞ্জ ইকোপার্কে - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় বিপন্ন প্রজাতির প্রাণী গন্ধগোকুল উদ্ধারের পর সিরাজগঞ্জ ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার চককাতলি গ্রামের আব্দুল মোমিনের পুত্র ইমরান হোসেনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন টীম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)।

গন্ধগোকুলটি কলার বাগানে কলা খেয়ে যেত। কলা রক্ষায় পেতে রাখা ফাঁদে আটকা পড়ে গন্ধগোকুলটি। উদ্ধারের পর গন্ধগোকুলটি সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে গড়ে তোলা বঙ্গবন্ধু ইকো পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তীরের সদস্যরা জানান, বগুড়ায় উদ্ধার হওয়া নিশাচর ও স্তন্যপায়ী প্রাণী গন্ধগোকুলটির ওজন প্রায় ৪ কেজি। এটি সুস্থ রয়েছে। উদ্ধার হওয়া গন্ধগোকুল দেখতে বিড়ালের ন্যায়। শরীরের পশম ধুসর। শরীরে বিভিন্ন ধরনের রংয়ের সারি ও কালো ছোপ ছোপ দাগ রয়েছে। এরা একাকী নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। সাধারণত গভীর রাতে শিকার এবং খাবার সংগ্রহের উদ্দেশ্যে বের হয়ে আসে। গন্ধগোকুল সর্বভুক হলেও সে মাংসাশী প্রাণী। ইঁদুরও যেমন খায় তেমনি আবার আম, আনারস, তরমুজ, কলা, ছোট পাখি, টিকটিকি, ছোট সাপ, ব্যাঙ খেয়ে থাকে।

তীরের সভাপতি আরাফাত রহমান জানান, ইমরান নামের যুবকটির কলা বাগানের কলা খেয়ে যেত কোন প্রাণী। প্রায়ই কলাগুলো খেয়ে যেত বলো সে একটি ফাঁদ পাতে । সেই ফাঁদে গন্ধগোকুল গত রবিবার আটকা পড়ে। এরপর তারা খবর দিলে সেটি উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে গড়ে তোলা বঙ্গবন্ধু ইকো পার্কের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক

সকল