০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


দ্রুত বাড়ছে যমুনার পানি, কাজিপুরে ১৫ গ্রাম প্লাবিত

সডিল স্পারে ধস
-

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনার পানি হু হু করে বাড়ছে। অব্যাহত পানি বৃদ্ধিতে যমুনার তীরবর্তী ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় এক হাজার মানুষ। বিভিন্ন চরে আটকা পড়েছে ২০০ পরিবার।

গত কয়েকদিন ধরে কাজিপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত ৬টি ইউনিয়নের ৬শ’ পরিবারের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। পানিবন্দি লোকজন বন্যানিয়ন্ত্র বাঁধে আশ্রয় নিচ্ছে। বন্যায় যমুনার পূর্ব তীরের খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর, মাইড়বাড়ী ও শুভগাছা ইউনিয়নে বসতভিটায় আটকা পড়েছে সাড়ে ২০০ পরিবারের মানুষ।

যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে ইছামতি নদীর পানি বেড়ে চলছে। পানি বৃদ্ধির ফলে তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনে পাটাগ্রাম গ্রামে সলিড সম্পারের উজান ও ভাটিতে ধস নেমেছে। মনসুরনগর, চরগিরিশ-নিশ্চিন্তপুর, তেকানী, খাসরাজবাড়ী, গান্ধাইল ও শুভগাছা ইউনিয়নের ১০টি গ্রামের দুই শতাধিক বাড়ি যমুনায় বিলীন হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, যমুনার পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুই-তিন দিনে প্রায় ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে নদীর গতিবিধি অনুযায়ী বাঁধের প্রতি কড়া নজর রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement