০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ট্রু কলারে নতুন ফিচার

ট্রু কলারে নতুন ফিচার -

মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন আসলে আমরা সবাই কম-বেশি একটু চিন্তিত থাকি। অচেনা গ্রাহকের পরিচয় শনাক্তের জনপ্রিয় অ্যাপ ট্রু কলার। পাশাপাশি স্প্যাম কল ব্লকসহ আরো নানা সুবিধার জন্যও অ্যাপটি ব্যাপকভাবে পরিচিত। ২০০৯ সালে চালু হওয়া ট্রু কলার অ্যাপের মাসিক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৩২ কোটির বেশি। এই অ্যাপটিতে সম্প্রতি যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার। কেবল অ্যান্ড্রয়েড ফোনেই নতুন সুবিধাগুলো উপভোগ করা যাবে বলে জানিয়েছে ট্রু কলার কর্তৃপক্ষ। নতুন যুক্ত হওয়া ফিচারের মধ্যে রয়েছে- ভিডিও কলার আইডি, কল রেকর্ডিং, অ্যানাউন্স ইওর কল, গোস্ট কল এবং নতুন ইন্টারফেস।
ট্রু কলারে অ্যাপটিতে এবার ভিডিও কলারের আইডিও জানা যাবে। ট্রু কলার ব্যবহার করে এমন যে কেউ আপনাকে ভিডিও কল করলে কলারের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
কল রেকর্ডিং সুবিধাটি ট্রু কলার অ্যাপে ২০১৮ সাল থেকে রয়েছে কিন্তু এতদিন তা কেবল পেইড ইউজারদের জন্যই ছিল। অর্থাৎ সেবাটি ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে ট্রু কলারের পেইড ভার্সন ব্যবহার করা লাগত। তবে এবার সব ব্যবহারকারী কল রেকর্ডিং ফিচার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সেটিংস অপশন থেকে ফিচারটি চালু করা যাবে।
অ্যানাউন্স ইওর কল ফিচারটি কেবল ট্রু কলার প্রিমিয়াম এবং গোল্ড ভার্সনের জন্য নিয়ে আসা হয়েছে। যারা অ্যাপটির পেইড সাবস্ক্রাইবার তারা এই সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন এই ফিচার চালু করলে আপনাকে কেউ যখন ফোন করবে, তখন তার নাম জোরে উচ্চারণ করে শোনাবে ট্রু কলার।
গোস্ট কল নামক ফিচারটিরও কেবল ট্রু কলারের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যই নিয়ে আসা হয়েছে। এ ফিচারের মাধ্যমে আপনি আপনার পরিচিত কারো কাছে নিজের নাম, ফোন নম্বর ও প্রোফাইল ছবি লুকিয়ে রেখে অন্য পরিচয়ে ফোন করতে পারবেন। এছাড়া ব্যবহারকারীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ট্রু কলার তাদের অ্যাপের ইন্টারফেসে সামান্য পরিবর্তন এনেছে। নতুন ইন্টারফেসে কল এবং মেসেজ ট্যাব আলাদা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ১২ ইসরাইলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করবে নেতানিয়াহু সরকার নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদনের সুযোগ নেই : মন্ত্রী প্রতিদ্বন্দ্বীর আনারস খেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী পাথরঘাটায় দেড় মণ হরিণের গোশত উদ্ধার টঙ্গীবাড়ীতে অজ্ঞাত কিশোরের গলা কাটা লাশ উদ্ধার জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কী করবেন? আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার

সকল