০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


স্মরণ : আবদুল করিম সাহিত্যবিশারদ

-

আবদুল করিম সাহিত্যবিশারদের মূল্যায়নের জন্য তার জন্ম ও জীবন পরিসরের দেশ ও সমাজ সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। অনেকেই বলে থাকেন, স্কুলের শিক্ষক-সেক্রেটারিরা তার কাছে স্কুলের সরকারি মঞ্জুরি প্রভৃতির তদবিরে গেলে তিনি পুঁথি জোগাড় করে দেয়ার শর্তসাপেক্ষে কাজ করে দিতেন। আবদুল করিম বলেছেন, ‘মুসলমানের ঘরে জন্মিয়া দেব ভাষা (সংস্কৃত) পড়িতে গিয়াছিলাম বলিয়া কৈশোরে একদিন হিন্দু সতীর্থদিগের কত টিটকারি আমাকে সহ্য করিতে হইয়াছিল। আজ আবার মনে পড়িতেছে, মুসলমান হইয়া হিন্দুর পুঁথি দেখিতে গিয়াছিলাম বলিয়া কত হিন্দু ভ্রাতা তীব্র অবজ্ঞায় আমার প্রতি বঙ্কিম চাহনি নিক্ষেপ করিয়াছিলেন। খোদাতায়ালাকে ধন্যবাদ, তাহাদের সেই ঘৃণা ও শ্লেষ-দুষ্ট-বক্র দৃষ্টিতে ব্যাহত না হইয়া আমার সাহিত্যানুরাগ বরং বাড়িয়াই চলিয়াছিল।’ ১৯৫৩ সালের ২৫ মার্চ তার পতœী বদিউন্নিসার (১৮৭৩-১৯৫৩) মৃত্যু হয়। ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর আবদুল করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর দু’ঘণ্টা আগ পর্যন্ত তিনি পূর্ণ সুস্থ ছিলেন। তার মৃত্যু সংবাদ বিশেষ গুরুত্বের সাথে মিডিয়ায় পরিবেশিত হয়েছিল।
তার সম্পাদিত ও রচিত গ্রন্থাবলি রাধিকার মানভঙ্গ : নরোত্তম ঠাকুর ১৯০১ বঙ্গীয় সাহিত্য পরিষদ সত্যনারায়ণের পুঁথি : কবি বল্লভ ১৯১৫ জ্ঞানসাগর : আলীরজা ওরফে কানুফকির ১৯১৭ ৭. শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস : বাসুদেব ঘোষ ১৯১৭ সন ১৯১৭ গোরক্ষবিজয় : শেখ ফয়জুল্লাহ ১৯১৭ পদ্মাবতী (খণ্ডাংশ) : আলাওল ১৯৭৭ সাল বাংলা সাহিত্য সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সঙ্কলিত ও রচিত গ্রন্থ : বাঙ্গালা প্রাচীন পুঁথির বিবরণ, ১৯১৩। বাঙ্গালা প্রাচীন পুঁথির বিবরণ, ১৯১৪। পুঁথি পরিচিতি (আহমদ শরীফ সম্পাদিত) বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ১৯৫৮ সাল। সৈয়দ সাজ্জাদ হোসাইন অনূদিত এবং এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ১৯৬০ সাল। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কর্তৃক প্রকাশিতব্য] ইসলামাবাদ (চট্টগ্রামের সচিত্র ইতিহাস, ১৩২৫-২৭ সনে সওগাত পত্রিকায় প্রকাশিত)। সৈয়দ মুর্তাজা আলী সম্পাদিত ও বাংলা একাডেমি প্রকাশিত ১৯৬৪। আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য [মুহম্মদ এনামুল হকের সহযোগে রচিত] প্রকাশক : গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স কলিকাতা, ১৯৩৫ প্রভৃতি। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় পটিয়ার পাশের সুচক্রদণ্ডী গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে ১৮৬৯ সালের
১১ অক্টোবর আবদুল করিমের জন্ম। তিনি শিক্ষকতা ছাড়াও সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। হ

 


আরো সংবাদ



premium cement
দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, তারপরও লোডশেডিং বড় চমক ছাড়াই প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ দল দোয়ারাবাজারে কলেজছাত্রীকে ধর্ষণ করে হত্যা, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী মঙ্গলবার ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবাহনীর ২২তম শিরোপা

সকল