২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মির্জা ফখরুল-আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে : হারুন

মির্জা ফখরুল-আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে : হারুন - ছবি : নয়া দিগন্ত

বাসা থেকে তুলে নেয়ার আট ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তুলে আনার কথা স্বীকার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা বলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ তাদের তুলে আনার কথা জানান।

তিনি বলেন, বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এছাড়া আগামীকাল বিএনপির সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো অথবা মামলা হবে কি না জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত জানাবো।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার। তবে তখনো পর্যন্ত কোনো বিষয় স্বীকার করেনি ডিবি পুলিশ।


আরো সংবাদ



premium cement