২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আগামীর ছাত্রদল হবে জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার : সাইফ জুয়েল

ছাত্রদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল - ছবি : নয়া দিগন্ত

আগামীর ছাত্রদল হবে জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার বলে মন্তব্য করেছেন ছাত্রদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

রোববার দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষণার পর তিনি নয়া দিগন্তের কাছে এ মন্তব্য করেন।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, এ দেশের গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার প্রধান হাতিয়ার হবে ছাত্রদল। আগামীর ছাত্রদল হবে জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে মুক্ত বাংলাদেশে ফিরিয়ে আনাই হবে ছাত্রদলের মূল লক্ষ্য।

এ সময় তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার উপর আস্থা রেখে দেশনায়ক তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন আমি যেন ওই দায়িত্ব আস্থার সাথে পালন করতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এর আগে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ১২ এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাথে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সব নেতাদের সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।

তারেক রহমান ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি মনোনীত করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল শুক্রবার দৈনিক নয়া দিগন্তে ‘শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি : শীর্ষ পদে আলোচনায় যারা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।


আরো সংবাদ



premium cement