২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দেশে এখন ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে : মির্জা ফখরুল

দেশে এখন ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে : মির্জা ফখরুল -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার আইন-আদালত নিজের সুবিধার্থে ইচ্ছেমতো ব্যবহার করছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে তারা আপন স্বার্থে ব্যবহার করছে। বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশে বর্তমানে আইন বলতে কিছু নেই, বিচার বলতে কিছু নেই। সবকিছু মিলিয়ে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে।

রোববার আশ্রমপাড়া 'হাওলাদার গেস্ট হাউজে' ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন
উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে চরম এক দুঃসময় চলছে। বর্তমানে করোনা
মহামারীর কারণে দেশের মতো সারা বিশ্বে খুব খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এ ধরনের
মহামারী ভয়ঙ্করভাবে আঘাত করতে পারে তার নমুনা আমরা দেখছি। যারা দিন আনে দিন
খায় এবং ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ি তাদের অবস্থা খুব খারাপ। অসংখ্য মানুষ এখন কর্মচ্যুত হয়েছে। দেশের প্রধান খাতগুলো থেকে আয়ের পরিমান কমেছে। সার্বিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে।

অন্যদিকে ১৯৭১ সালে দেশের মানুষের মূল আশা-আকাঙ্খা ছিল যে, একটি স্বাধীন গণতান্ত্রিক সার্বোভৌম রাষ্ট্র নির্মাণ করা। যেখানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকবে, দায়িত্ববোধ থাকবে সে বিষয়টা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুচারুভাবে ধ্বংস করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল হালিম, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নির্বাচনী আহবায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাদল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনতাজুল হক, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অ্যাডভোকেট আবেদুর রহমান, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement