০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বাজেটের লক্ষ্য অর্জনে সরকার সফল হবে : বিএনএফ’র আশাবাদ


এবারের প্রস্তাবিত বাজেটের সার্বিক লক্ষ্য অর্জনে সরকার সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সভাপতি ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে বিএনএফের কার্যালয়ে সংগঠনের এক জরুরি সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তবে সরকারকে শক্ত হাতে মূল্যস্ফীতি মোকাবিলা করতে হবে। অন্যথায় এই বাজেট বাস্তবায়নে সংকট সৃষ্টি হতে পারে।’

এ সভায় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বিএনএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক এমপি এস এম আবুল কালাম আজাদকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সিদ্ধান্ত দেয়।

বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ড. নজরুল ইসলাম আল-মারুফ, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান, ঢাকা মহানগর বিএনএফের সভাপতি আতিকুর রহমান খান নাজিম, ঢাকা মহানগর বিএনএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী (আন্দোলন), ঢাকা মহানগর বিএনএফের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল ভূইয়া, ঢাকা মহানগর বিএনএফের সদস্য মেহরাজ উল্লাহ, কামরুল হাসান, মো: আজিজুল হক, মো: মনসুর আলী এবং সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রফ্রন্টের আহবায়ক মো: সজীব কায়সার (মিথুন) প্রমুখ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধের মাঝেই নেতানিয়াহুর বিচার পুনরায় শুরু ভারত সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকছেন না বাভুমা হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে হারিয়েছে ইংল্যান্ডকে বিএনপি ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে : হানিফ বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি : বাণিজ্যসচিব আওয়ামী লীগের সমাবেশে গিয়ে যা বললেন শাহজাহান ওমর ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০ ১০ জন নিয়ে খেলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি রাজস্থানেও ‘শূন্য’ বামেরা উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় পরিবেশের বিষয় মাথায় রাখতে হবে : প্রধানমন্ত্রী ভারতে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ২ জন নিহত, ১৪৪ ধারা জারি

সকল