২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


চীনের মহাকাশ কেন্দ্র নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের উদ্বেগ

-

চীন তাদের নতুন স্থায়ী মহাকাশ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা মডিউল উৎক্ষেপণের পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমা বিশ্বের বেশ কয়েকজন বিশেষজ্ঞ। তারা আশঙ্কা করছেন, চীনা এই মহাকাশ কেন্দ্র নির্মাণের পেছনে দেশটির গোপন আকাক্সক্ষা থাকতে পারে এবং এর ফলে মহাকাশ বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে নতুন এক ইঁদুর দৌড় সৃষ্টি হতে পারে। বৈশ্বিক হুমকিবিষয়ক মার্কিন গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী চীন (পিএলএ) প্রতিপক্ষের সামরিক অবস্থান ও সক্ষমতা জানতে কৃত্রিম উপগ্রহের ব্যবহার করাসহ বিভিন্ন মহাকাশভিত্তিক পরিষেবাগুলো একীভূত করতে থাকবে। এ ছাড়া বেইজিং মহাকাশে মার্কিন সামর্থ্যরে সঙ্গে তাল মেলাতে কিংবা সে সক্ষমতা ছাড়িয়ে ‘সামরিক, অর্থনৈতিক ও মর্যাদাপূর্ণ সুবিধা’ পাওয়ার লক্ষ্যে মহাকাশে যুক্তরাষ্ট্রের মতো সক্ষমতা অর্জনের জন্য কাজ করছে বলে ওই রিপোর্টে সতর্ক করা হয়েছে। এশিয়ান মিলিটারি অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো রিক ফিশার বলেছেন ‘বেসামরিক বাণিজ্যিক উদ্দেশ্য এবং সামরিক মিশনের জন্য চীন এই মহাকাশ কেন্দ্র তৈরি করতে চায়’।

 


আরো সংবাদ



premium cement