১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প

-

মার্কিন প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। গত শুক্রবার এক সাক্ষাৎকারে খোদ বাইডেন এই কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্পের সাথে বিতর্কের বিষয়ে জানতে চাওয়া হলে মাকির্ন প্রেসিডেন্ট জানান, নভেম্বরের নির্বাচনের আগে তার রিপাবলিকান প্রতিপক্ষের সাথে বিতর্কে অংশ নেয়ার পরিকল্পনা করছেন তিনি। ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব হাওয়ার্ড স্টার্নকে দেয়া এক সাক্ষাৎকারে বহুল প্রতীক্ষীত বাইডেন-ট্রাম্প বিতর্ক নিয়ে বলেন, ‘এটি নিয়ে আমি ভাবছি। তবে তা ঠিক কখন হবে জানি না। তার সাথে বিতর্ক করতে আমার ভালো লাগবে।’ এই সাক্ষৎকারে প্রেসিডেন্টের বিতর্কের সম্ভবনা সম্পর্কে বাইডেনের মন্তব্যগুলো খুবই স্পষ্ট ছিল। এর আগে, এ নিয়ে এতটা স্পষ্টভাবে কোনো প্রকার প্রতিশ্রুতি দেননি বাইডেন। এ বিষয়ে গত মাসেও তিনি বলেছিলেন, প্রেসিডেনশিয়াল ডিবেটের বিষয়টি পুরোটাই নির্ভর করছে ট্রাম্পের আচরণের ওপর। গত মাসে রিপাবলিকান প্রাইমারি রেসে জেতার আগে প্রতিদ্বন্দ্বীদের সাথে বিতর্ক করতে অস্বীকার করেছিলেন ট্রাম্প।
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাইডেনকে ‘যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো স্থানে’ বিতর্ক করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ফেব্রুয়ারির শুরুর দিকে লাস ভেগাস সফরে বাইডেনকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘তার জায়গায় থাকলে আমিও বিতর্ক করতে চাইতাম। এখানে ওনার কিছু করার নেই।’


আরো সংবাদ



premium cement