২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


উমর খালিদের মুক্তি দাবি ২ শতাধিক বিশিষ্টজনের

-

দেশদ্রোহিতা আইনের আওতায় আটক দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা উমর খালিদের মুক্তির দাবি তুলেছেন স্বনামধন্য মার্কিন বুদ্ধিজীবী অধ্যাপক নোয়াম চমস্কি, বুকারজয়ী ঔপন্যাসিক ও ভারতীয় বুদ্ধিজীবী অরুন্ধতী রায়, সালমান রুশদি, মীরা নায়ারসহ ২০০ জনের বেশি সাহিত্যিক, পরিচালক, শিক্ষাবিদ ও সমাজের অন্য বিশিষ্টজনেরা। গত গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা মুক্তির দাবি জানান দিল্লির সহিংসতায় ভূমিকা রাখার অভিযোগে গ্রেফতার হওয়া এই ছাত্রনেতার ।
ফেব্রুয়ারিতে দিল্লির সাম্প্রদায়িক সহিসংতার ঘটনায় নিহত হন ৫৩ জন। দিল্লি পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের অভিযোগ, ধারাবাহিক সহিংসতার ঘটনায় উমর খালিদ ছিলেন অন্যতম ষড়যন্ত্রকারী। সহিংসতার ঘটনায় অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের সাথে প্রত্যক্ষ যোগ ছিল উমর খালিদের। দু’জনে মিলে পরিকল্পনা করে সহিংসতা বাড়াতে ভূমিকা পালন করেছেন। ওই সময় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভে উসকানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ দায়ের হয় উমর খালিদের বিরুদ্ধে।


আরো সংবাদ



premium cement