০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাষ্ট্র-চীন বিরোধ বন্ধ হলো চেংদুর মার্কিন কনসুলেট

-

চীনের চেংদু শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট অবশেষে বন্ধই হয়ে গেল। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ওই কনসুলেট বন্ধ করে দেয়া হয়েছে। বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার কারণেই ওই কনসুলেট বন্ধ হয়ে গেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবর অনুযায়ী, গতকাল সোমবার সকালের দিকে ওই কনসুলেট ভবন থেকে মার্কিন পতাকা নামিয়ে আনা হয়। মার্কিন মেধাস্বত্ব চুরি এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত চীনের কনসুলেট বন্ধে ওয়াশিংটনের নির্দেশ আসার পর বেইজিংও পাল্টা পদক্ষেপ নেয়। শুক্রবারই চেংদুতে অবস্থিত মার্কিন কনসুলেট বন্ধের নির্দেশ দেয় বেইজিং।
এরপরেই রোববার ওই কনসুলেটের কর্মীরা সেখান থেকে সরে যেতে শুরু করেন। পাল্টাপাল্টি কনসুলেট বন্ধের নির্দেশের পর চীনের ছেংতু শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনসুলেটের কর্মীরা চীন ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। চীন সোমবারের মধ্যে এই কনসুলেট বন্ধের নির্দেশ দেয়ার পরই সেখানকার কর্মকর্তারা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভবন খালি করতে শুরু করেন।


আরো সংবাদ



premium cement