২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


‘তাইওয়ানের বিচ্ছিন্নতা মানবে না বেইজিং’

-

চীন থেকে তাইওয়ানের বিচ্ছিন্নতা বেইজিং কখনো মেনে নেবে না। দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এর দায়িত্ব নেয়ার পর মূল ভূখণ্ডের তাইওয়ানবিষয়ক শীর্ষ কমিটির এক মুখপাত্র গতকাল বুধবার এ কথা বলেন।
চীন গণতান্ত্রিক স্বায়ত্তশাসিত দ্বীপটিকে তার ভূখণ্ডের অংশ মনে করে এবং তারা মূল ভূখণ্ডের সাথে এর পুনরেকত্রীকরণের কথা বারংবার বলেছে। প্রয়োজনে তারা সামরিক শক্তি ব্যবহার করার কথাও বলছে। তাইওয়ান সংক্রান্ত অফিসের মুখপাত্র ম্যা জিয়াওগুয়াংয়ের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় চীনের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ম্যা বলেন, শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের জন্য ব্যাপক ছাড় দেয়ার ব্যাপারে চীনের আগ্রহ থাকলেও তাইওয়ানের স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আধা-স্বায়ত্তশাসিত হংকং নগরী শাসনে ব্যবহৃত রাজনৈতিক কাঠামোর কথা উল্লেøখ করে তিনি আরো বলেন, ‘‘চীন ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ’ এবং ‘এক দেশ, দুই শাসন পদ্ধতি’ নীতি মেনে চলবে।’’


আরো সংবাদ



premium cement