২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


লকডাউন ছাড়াই করোনা মোকাবেলায় সফল দক্ষিণ কোরিয়া

-

কোনো শহর লকডাউন করা হয়নি, বন্ধ হয়নি পরিবহন, আন্তর্জাতিক প্রবেশ ছিল উন্মুক্ত। এর পরও দক্ষিণ কোরিয়া যে শুধু করোনাভাইরাসের বিস্তার সফলভাবে ঠেকাতে পেরেছে তা নয়, দেশটিতে মোট আক্রান্ত ৯ হাজার ১৩৭ জনের মধ্যে ৪১ শতাংশকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। আর বুধবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা মাত্র ১৩১ জন।
বুধবার জাতিসঙ্ঘের দুর্যোগ প্রশমন কার্যালয়ের (ইউএনডিআরআর) উদ্যোগে আয়োজিত এক বিশেষ ওয়েবিনারে মিয়ংজি হাসপাতালের সিইও ও কোরিয়ান হাসপাতাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. লি ওয়াং-জুন বলেছেন, দক্ষিণ কোরিয়া ৩ হাজার ৭৩০ জন করোনা আক্রান্তকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে। তারা সম্পূর্ণ সুস্থ। এই অনলাইন সেমিনারটিতে ১০৫টি দেশের ৯০০ দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

 


আরো সংবাদ



premium cement