০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আমিরাতের গুপ্তচর সন্দেহে তুরস্কে ২ জন গ্রেফতার

-

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হয়ে আরব নাগরিকদের ওপর গোয়েন্দাগিরির স্বীকারোক্তি দেয়া দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে তুরস্ক। তাদের একজনের তুরস্কে আগমনের সাথে সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুনের যোগ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ওই দুই ব্যক্তির একজন ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে খাশোগি হত্যার কয়েক দিন পরই তুরস্কে পৌঁছে। এরপর তাকে কাজে সহায়তা করতে অপরজন তুরস্কে পৌঁছে। ওই কর্মকর্তা বলেন, ‘প্রথমে যিনি তুরস্কে যান তার সাথে খাশোগি হত্যার যোগ আছে কি না তা আমরা তদন্ত করে দেখছি’। তিনি জানান, সোমবার ইস্তাম্বুলে এই ব্যক্তি প্রেফতার হয়েছেন। এর আগে তাকে ছয় মাস ধরে পর্যবেক্ষণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘তুরস্কে বসবাসরত রাজনৈতিক ভিন্নমতাবলম্বীসহ আরবদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলে থাকতে পারে’।

 


আরো সংবাদ



premium cement