০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কলকাতায় মমতার মহাসমাবেশ মোদিকে হটানোর ডাক

-

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারকে হটাতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশের আয়োজন করেছে। গতকাল শনিবারের এই সমাবেশে ভারতের প্রায় ২২টি আঞ্চলিক এবং কেন্দ্রীয় রাজনৈতিক দল অংশ নিয়েছে।
ঐক্যবদ্ধ বিরোধী সমাবেশ শিরোনামে এই মহাসমাবেশ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বঙ্গ বাঘিনী’ উপাধি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিদ্রোহী নেতা অরুণ শৌরি। মমতাকে বঙ্গ বাঘিনী আখ্যায়িত করে তিনি বলেন, ‘বিজেপিকে হটাতে ডাক দিয়েছেন বঙ্গ বাঘিনী। আমি নিশ্চিত, তার এই আহ্বান সফল হবে।’ কলকাতায় বিজেপিবিরোধী এই সমাবেশে অংশ নিয়েছেন কর্নাটকের জনতা দলের (সেকুলার) নেতা ও মুখ্যমন্ত্রী এইচডি কুমার স্বামী, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার সদস্য অভিষেক মনু সিংভি।
এ ছাড়াও কর্নাটকের জনতা দলের নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম দলের নেতা চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, বিহারের লোকতান্ত্রিক জনতা দলের নেতা শারদ যাদব, বিহারের রাষ্ট্রীয় জনতা দলের অন্যতম নেতা তেজস্বী যাদব, তামিলনাড়ুর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ার, ডিএমকে দলের নেতা এমকে স্টালিন, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বিদ্রোহী নেতা যশোবন্ত সিনহা, শত্রুঘন সিনহা ও অরুণ শৌরি, ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও ঝাড়খন্ড বিকাশ মোর্চার নেতা বাবুলাল মারান্ডি, অরুণাচলের সাবেক মুখ্যমন্ত্রী গেগং আপাং, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত, বহুজন সমাজপার্টির নেতা সতীশ মিশ্র। দেশটির নিচু বর্ণ প্যাটেল সম্প্রদায়ের আন্দোলনের জনপ্রিয় মুখ ও নেতা হার্দিক প্যাটেল, জিগনেশ মেভানিও অংশ নিয়েছেন মোদিবিরোধী এই সমাবেশে।
বিজেপির বিদ্রোহী নেতা অরুণ শৌরি বলেন, বিজেপিকে হটাতে দ্বিতীয় কোনো মতামতের দরকার নেই। কলকাতার প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশকে অনেকেই দেখছেন চলতি বছরের নির্বাচনে বিজেপি ও মোদির বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মমতার লড়াইয়ের আভাস হিসেবে।
এদিকে কলকাতায় মমতার নেতৃত্বাধীন এই মহাসমাবেশে সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী।

 


আরো সংবাদ



premium cement
এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ

সকল