Naya Diganta

সুদানে ১০০ হাফেজকে বিশেষ সম্মাননা

সম্মাননা পাওয়া হাফেজদের কয়েকজন

সুদানে ১০০ কোরআনের হাফেজকে বিশেষ সম্মাননা দিয়েছে দেশটির আধ্যাত্মিক সংগঠন ‘জামায়াতু আনসারিস সুন্নাহ আলমুহাম্মাদিয়্যাহ’।

শনিবার রাজধানী খার্তুমের আস সাহাফাহ এলাকায় অবস্থিত আল ফাতাহ ইসলামি কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সভায় তাদেরকে বিশেষ এ সম্মাননা দেয়া হয়। সম্মননা সভায় পৃষ্ঠপোষকতা করেন ‘জামায়াতু আনসারিস সুন্নাহ আলমুহাম্মাদিয়্যাহ’র প্রধান ড. আব্দুল কারিম মুহাম্মদ আব্দুল কারিম।

সংগঠনটির সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, সুদানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা দেয়ার জন্যই মূলত সভাটির আয়োজন। একইসাথে হাফেজে কোরআনদের নিয়ে এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীদের কোরআনে কারিম হিফজ করার প্রতি আরো বেশি উৎসাহিত করাও উদ্দেশ্য।

কোরআন হিফজ এবং কোরআনের জ্ঞানচর্চায় এরকম আরো অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের একটি চিঠি সভায় পাঠ করা হয়। চিঠিটি পাঠ করেন তাদের মুখপাত্র হয়ে আসা ওমর জিয়াউদ্দিন আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থী। তাতে বলা হয়, তারা পবিত্র কোরআন থেকে এমন আলো গ্রহণ করবেন যে আলো সর্বত্র ছড়িয়ে পড়বে।

সূত্র : সুদান আখবার ডটকম