Naya Diganta

যমুনায় ৩১ কেজির দুই বাঘাইর ধরা

নাটোরের সিংড়ায় ৩১ কেজির দু’টি বাঘাইর মাছ বিক্রির জন্য বাজারে উঠেছে। মাছ দুটি একনজর দেখার জন্য ভিড় করছেন উৎসুক জনতা। বুধবার সকালে উপজেলা চত্বরে মাছ দুটি বিক্রি করতে আসেন বগুড়ার ধুনট উপজেলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন।

জানা যায়, মাছ দুটি যমুনা নদীতে ধরা পড়ে। পরে ইসমাইল হোসেন কিনে সিংড়ায় নিয়ে আসেন। বড় মাছটি ২০ কেজি ওজনের ও ছোট মাছটির ওজন ১১ কেজি। ছোট মাছটি ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেন শহরবাড়ি গ্রামের আব্দুস সোবাহান নামের এক ব্যক্তি।
অপর দিকে বড় মাছটি এক হাজার টাকা কেজি দরে কয়েকজন মিলে ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ প্রায় ৫৫ বছর ধরে মাছের ব্যবসা করে আসছি। বাঘাইরসহ বড় বড় মাছ সিংড়ায় নিয়ে আসি। মাছ দুটি বিক্রি হওয়ায় আমি খুব খুশি।