Naya Diganta

কোটি টাকার মাদকসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কোটি টাকা মূল্যের মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। ডিএনসি ঢাকা মহানগর (উত্তর) বিভাগ গত বৃহস্পতিবার ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৭০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের নাম আরাফা আক্তার ও রবিন। তারা সম্পর্কে জামাতা-শাশুড়ি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো: মেহেদী হাসান বলেন, উদ্ধার করা আইসের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। দীর্ঘ দিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছেন। আমাদের কাছে মেয়ে জামাইয়ের মাদক ব্যবসার খবর ছিল। তাকে আটক করার পর জানতে পারি তার শাশুড়িও এর সাথে জড়িত। পরে ওই নারীকে আটক করা হয়। আরেক অভিযানে প্রায় আট হাজার ৭০০ পিস ইয়াবাসহ সাত-আটজনের একটি মাদক সিন্ডিকেটকে আটক করেছে ডিএনসি।