Naya Diganta

দাদা পিতার পর পুত্র

ইতালি জাতীয় দল ও এসি মিলানের হয়ে খেলেছেন সিজারে মালদিনি। এরপর তার ছেলে এসি মিলান ও ইতালিয়ান রক্ষণদুর্গ সামলানো পাওলো মালদিনির নজর কেড়েছেন বিশ্ব ফুটবলে। পিতা-পুত্রের পথ ধরে এবার সিজারের নাতি ও পাওলো মালদিনির ছেলে ড্যানিয়েল মালদিনিও খেললেন এসি মিলানের মূল দলে। শুধু কি তাই ! অভিষেকে গোলও আদায় করে নিয়েছেন।
এ মৌসুমেই এসি মিলানের যুব দল থেকে মূল দলে এসেছেন ড্যানিয়েল। গত শনিবার সিরি আ’তে স্পেৎসিয়ার বিপক্ষে অভিষেকও হয় তার। পিতা পাওলো স্টেডিয়ামে বসে দেখলেন ছেলের খেলা। ছেলেও হতাশ করেনি। রাঙিয়ে নিলেন নিজের অভিষেকের দিনটা, করলেন দুর্দান্ত এক গোল। তার দল মিলানও ম্যাচটি জিতেছে ২-১ গোলে। ৪৮ মিনিটে পিয়েরের ক্রসে মাথা ছুঁয়ে বল জালে পাঠান ড্যানিয়েল। ছেলের প্রথম গোলের পর চেয়ার ছেড়ে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন বাবা। তবে বাপ-দাদা দুইজনই ডিফেন্ডার হিসেবে খেললেও ড্যানিয়েল খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে।