Naya Diganta
তৃণমূলে হেফাজতের কমিটি গঠন শুরু :

মঙ্গলবার হাটহাজারী উপজেলা ও পৌর শাখার কাউন্সিল

তৃণমূলে হেফাজতের কমিটি গঠন শুরু :
মঙ্গলবার হাটহাজারী উপজেলা ও পৌর শাখার কাউন্সিল

দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা ও হাটহাজারী পৌরসভা কাউন্সিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

এ উপলক্ষে হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারীতে চলছে তৃণমূলের হেফাজত নেতা-কর্মীদের উৎসাহ উদ্দীপনা।

মঙ্গলবার বিকেল ৪টায় হাটহাজারী পৌরসভায় কনক কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা এমরান সিকদার।

কাউন্সিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সেল সচিব মাওলানা নিজাম সাইয়্যিদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী। থাকবেন কেন্দ্রীয় ও স্থানীয় হেফাজতের নেতৃবৃন্দ।

এ কাউন্সিল অধিবেশনের ব্যাপারে কমিটির অন্যতম এক সদস্য জানান, পুরানা কমিটির নিষ্ক্রিয়, বিতর্কিত নেতাদের বাদ দিয়ে সক্রিয়, ত্যাগী ও নির্যাতিতদের নিয়ে কমিটি গঠনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী।