Naya Diganta

ইসরাইল থেকে গ্যাস কিনছে মিসর

শীঘ্রই ইসরাইল থেকে গ্যাস আমদানি শুরু করতে যাচ্ছে মিসর। সরকারের ভাষায়, এ বিষয়ক ‘বড় একটি প্রতিবন্ধকতা’ দূর হওয়ার পর গত সপ্তাহে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। আরাবি টুয়েন্টি ওয়ান নামের এক সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে একথা।

জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইলি জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠাক ইউরোপ এশিয়অ পাইপলাইন ও ইস্ট মেডিটারিয়ান গ্যাস কোম্পানি মিসরে গ্যাস রফতানির বিষয়ে একমত হয়েছে।

উপরে উল্লেখিত দুটি কোম্পানির গ্যাস পাইপলাইন ব্যবহার করে এই গ্যাস মিসরে পৌছানো হবে। যেটি যুক্ত হয়েছে আল আরিশ শহরের মিসরীয় পাইপলাইনে। ২০১১ সালে হুসনি মোবারকের পতনের পর এই পাইপলাইন বন্ধ করে দেয়া হয়েছিল।