১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


জামালপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নবাগত আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠান

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নবাগত আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (১৯ মার্চ) ওই সংগঠনের জামালপুর জেলা ইউনিট অনুষ্ঠানের আয়োজন করে।

‘নবাগত আইনজীবী সংবর্ধনা ও রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

লইয়ার্স কাউন্সিল জামালপুর জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালের পরিচালনায় জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন হলো সত্য এবং ন্যায়ের মানদণ্ড। বর্তমানে পৃথিবীতে মানবজাতির বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষ ন্যায় ও ইনসাফ থেকে দূরে সরে এসেছে। কোরআন ন্যায় ও ইনসাফের কথা বলে। পবিত্র মাহে রমজানে আল্লাহ মানবজাতির জন্য রোজা ফরজ করেছেন। যাতে করে তাকওয়ার গুণ অর্জন করতে সক্ষম হয়। তাকওয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা ইনসাফের ধারক এবং বাহক হয়ে যাও এবং আল্লাহকে ভয় কর।’

জনাব আকন্দ আরো বলেন, কোরআনের মাধ্যমেই মানুষের সামগ্রিক পরিবর্তন হতে পারে। বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আইনজীবীদের মধ্যে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আইনাঙ্গণে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং আইনজীবীদের অধিকার আদায়ের জন্য কাজ করছে। তিনি এই আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আমানুল্লাহ আকাশ, সেক্রেটারি মাহফুজুর রহমান মন্টু। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী, অ্যাডভোকেট গোলাম নবী, অ্যাডভোকেট আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট বাবর আলী খান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
দস্যুর দখলে লক্ষ্মীপুরের দ্বীপ চর মেঘা বিএনপি-জামায়াতের বর্জনে ভোটার উপস্থিতি তলানিতে তিস্তায় হাঁটুপানি ভেঙে নদী পার হয় শিক্ষার্থীরা ফরিদপুর সদরে সামচুল, মধুখালীতে মুরাদ ও চরভদ্রাসনে আনোয়ার বিজয়ী মধু গাইরার বিলে বাস্তবায়ন হচ্ছে হাঁস ও মৎস্য খামার প্রকল্প কালিয়ায় আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পরাজিত কুড়িগ্রামের তিনটি উপজেলায় চেয়ারম্যান হলেন যারা নোয়াখালী জেলা আ’লীগের সভাপতিকে হারিয়ে চেয়ারম্যান হলেন এমপি পুত্র ঝিনাইগাতীতে বিজয়ী হলেন যারা প্রেমিক যুগলের গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন চেয়ারম্যান বরখাস্ত নড়িয়ায় তৃতীয়বারের মতো ইসমাইল হক ও ভেদরগঞ্জে ওয়াছেল কবির বিজয়ী

সকল