২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


কালিয়ায় আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পরাজিত

-

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খান শামীম রহমান (ওছি খাঁ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার বিজয়ের মধ্য দিয়ে তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশীদ এবং সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষকে পরাজিত করে বিজয়ের মুকুট পরেছেন নড়াগাতী থানা আওয়ামী লীগের সহসভাপতি খান শামীম রহমান।
এদিকে, গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তিনটি পদের মধ্যে সর্বোচ্চ ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ববিতা বেগম।
চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী শামীম রহমান চিংড়িমাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩০,৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নাজমুল হক প্রিন্স দোয়াত-কলম প্রতীকে ১৬,৮৪২ ভোট পেয়েছেন। কৃষ্ণপদ ঘোষ (বর্তমান উপজেলা চেয়ারম্যান) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১,৪৭৫ ভোট, অপর প্রার্থী মাহমুদুল হাসান কায়েস ঘোড়া প্রতীকে ১০,৪০৭ ভোট এবং এস এম হারুনার রশীদ আনারস প্রতীকে পেয়েছেন ৭,৪৬০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।
এ দিকে ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুল আলম উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। অপর প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ ১৬ হাজার ৯০ ভোট, আশীষ ভট্টাচার্য ১৩ হাজার ৭৩৭ ভোট এবং আশরাফুল ইসলাম ৯ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ববিতা বেগম ফুটবল প্রতীকে সর্বোচ্চ ৪২,৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিউটি আক্তার হাঁস প্রতীকে ১৯,৩৫৬ ভোট এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি কলস প্রতীকে পেয়েছেন ১৩,১১১ ভোট।
কালিয়া উপজেলা নির্বাচনে ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ১,৯৭,২০৯। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৯,১৯৬ জন। বাতিল হয়েছে ২,৫৪৯। বৈধ হয়েছে ৭৬,৬৪৭ ভোট। শতকরা ভোট পড়েছে ৪০ দশমিক ১৬ শতাংশ। ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে কালিয়া উপজেলা গঠিত।
কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement
ইরানের নিহত পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যা জানা যাচ্ছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে জাতিসঙ্ঘ মহাসচিবের শোক বিবিএসের ঘোষণা : চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮২ শতাংশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের নজর রাখবে পাশ্চাত্যের দেশগুলো ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার

সকল