২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইনক্রিমেন্ট নিয়ে মাদরাসা শিক্ষকদের সাথে প্রতারণার অভিযোগ

-

মাদরাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়া হলেও জুলাই মাসে দেয়া হয়নি ইনক্রিমেন্ট। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন ইনক্রিমেন্ট না পাওয়া মাদরাসা শিক্ষকরা। তারা অভিযোগ করেছেন, বিভিন্ন এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের সঙ্গে প্রাপ্য বার্ষিক ইনক্রিমেন্ট দেয়া হয়নি। বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা বলছেন, যারা উচ্চতর গ্রেড পেয়েছেন তাদের বার্ষিক ইনক্রিমেন্ট কেটে রাখা হয়েছে। ফলে উচ্চতর গ্রেড পাওয়া শিক্ষক-কর্মচারীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ তুলেছেন। এর প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা।
গত বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। ইনক্রিমেন্ট বঞ্চিত শিক্ষক-কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, উচ্চতর গ্রেড পাওয়া শিক্ষক-কর্মচারীদের মাদরাসা শিক্ষা অধিদফতর বার্ষিক ইনক্রিমেন্ট দেয়নি। আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট ছিল না। শিক্ষকদের মানবিক দিক বিবেচনায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের নভেম্বরে শিক্ষকদের জন্য বার্ষিক ইনক্রিমেন্ট চালু করার ঘোষণা দেন। কিন্তু শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদান করতে গিয়ে শিক্ষকদের প্রাপ্ত ইনক্রিমেন্ট কর্তন করে উচ্চতর গ্রেড দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। এতে শিক্ষক-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। তারা বলেছেন ইনক্রিমেন্ট দিয়ে আবার কর্তন দুঃখজনক ও এক ধরনের প্রতারণা। শিক্ষকরা বলেন, উচ্চতর গ্রেড পেয়ে গত বছর যা বেতন পেয়েছি তাই বহাল আছে। জুলাইয়ের বেতনে ইনক্রিমেন্ট যোগ হয়নি। উচ্চতর গ্রেড পাওয়ার পর অষ্টম গ্রেডে এমপিও বাবদ যে টাকা পাচ্ছি তার থেকে বেশি টাকা আমার সহকর্মী নবম গ্রেডে ইনক্রিমেন্ট পাওয়ার পর পেয়েছেন। অর্থাৎ নবম গ্রেডে অষ্টম গ্রেডের চেয়ে বেশি বেতন পাচ্ছেন। এটা কোন নিয়ম জানি না।

 


আরো সংবাদ



premium cement
প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই নোয়াখালীতে ফের নতুন গ্যাস কূপের সন্ধান, খনন উদ্বোধন বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা থামছে না : রিজভী তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১ ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা তীব্র গরমে কাঁঠালিয়ায় এক শিক্ষার্থী অসুস্থ

সকল