২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


১৩ হাজার লিটার মদ উদ্ধার মামলায় হাইকোর্টে চারজনের জামিন

-

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রিপুরা সুন্দরী ভরনছড়ি বড় খোলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রায় ১৩ হাজার লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় আটক চার ব্যক্তিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আসামিরা হলেনÑ লিয়াকত (২৪), মো: আজগর আলী (২০), নুর হোসেন (২১) ও রমজান আলী (১৯)।
গত ৮ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রিপুরা সুন্দরীছড়া এলাকা থেকে ১২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ লিয়াকত আলী, আজগর আলী, নুর হোসেন ও রমজান আলীকে গ্রেফতার করে র্যাব। ওই দিনই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা হয়। পরে র্যাব ৩৫০ লিটার মদ রেখে সাড়ে ১২ হাজার লিটার মদ ঘটনাস্থলেই ধ্বংস করে। এ মামলা হাইকোর্টে জামিন আবেদন করেন ওই চারজন। হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেন।
ইয়াবা পাচার মামলায় আমেরিকা প্রবাসীকে জামিন দেননি আদালত : আমেরিকাতে ইয়াবা পাচারের অভিযোগের মামলায় আমেরিকা প্রবাসী মো: আতাউল করিম ওরফে আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল হক।
আমেরিকায় পাঠানোর উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন ডাকঘরে একটি পার্সেল পোস্ট করা হয়। ওই পার্সেল গত ২১ মে পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় এক হাজার ৪৪৬ পিস ইয়াবা রয়েছে। এ ঘটনায় ওই দিনই একটি মামলা হয়। এতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ কাফরুল থেকে আমেরিকা প্রবাসী মো: আতাউল করিম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়।


আরো সংবাদ



premium cement
রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল? ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির প্রস্তাবিত ৩ ভেন্যু চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা জুলকারনাইনের ইন্তেকাল ওবায়দুল কাদের সম্পর্কে ‘মিথ্যাচার’ : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা উপজেলা নির্বাচন : কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার ফেসবুকে ভিডিও দিয়ে মাসে লাখ টাকা আয় আরিয়ান মুন্নার নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সকল