০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

-

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির প্রস্তুতির সময় কিশোর গ্যাং মনির গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। তারা হলো মনির হোসেন (১৫), শরিফ (১৩), মোবারক (১৪), শিপন (১৪) ও শিপন মিয়া (১৩)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো: আবদুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে জানা যায়, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ১ নম্বর রেলওয়ে মার্কেটের পাশে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র সরঞ্জামসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযাত্রিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সবাই স্থানীয় কিশোর মনির গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা একাধিক সদস্য একত্র হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল এবং মূল্যবানসামগ্রী কেড়ে নিত। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 


আরো সংবাদ



premium cement