০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রাজশাহীতে মুক্তিযোদ্ধাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

-

রাজশাহীতে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট এ আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা দোষীদের শাস্তির দাবি জানান। একই সাথে প্রশাসনের দ্রুত সঠিক পদক্ষেপ কামনা করেন। দোষীদের শাস্তি না হলে আন্দোলনেরও ডাক দেন তারা। তারা বলেন, গত কয়েক মাসে রাজশাহীতে মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন। কিছুদিন আগেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধার স্ত্রীর লাশ আটকে রেখে তাকে হেনস্থা করা হয়। এর রেশ না কাটতেই আবার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের বোনের লাশ নিয়ে তাকে হেনস্তা করা হয়। অথচ পুলিশ-প্রশাসন কোনো কিছুই করছে না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা: আব্দুল মান্নান। পরিচালনা করেন রুহুল আমিন প্রমাণিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আাজাদ, ন্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলার সাবেক ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement