০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রোজাদার কৃষকের অভিশাপ কুড়াবেন না : শেখ ছালাউদ্দিন

-

রোজাদার কৃষকের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার পরামর্শ দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। শনিবার বিকেলে এনপিপি নেতৃত্বাধীন এনডিএফ জোট আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ধানের ন্যায্যমূল্য না পাওয়া কৃষকদের অসহায় অবস্থার জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, সিয়াম সাধনার মধ্যে, প্রখর গরমে মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ধান ঘরে তুলেছেন। অথচ সেই ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যর্থ কর্মকর্তা ও রাজনীতিকরা সুুচতুরভাবে কৃষকের ওপরই পরিস্থিতির দোষ চাপাচ্ছে। কৃষককে অপবাদে জড়ানোর অপতৎপরতা বন্ধ করার পাশাপাশি তিনি ধানের ক্রয় মূল্য এক হাজার ২০০ টাকায় পুনর্নির্ধারণ ও অবিলম্বে ক্ষমা চেয়ে ব্যর্থ কর্মকর্তাদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে তৎপর হওয়ার আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন এনপিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই মণ্ডল, মো: ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি মো: আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।


আরো সংবাদ



premium cement