০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনায় কয়লার স্থান থাকা উচিত নয় : গুতেরেস

- সংগৃহীত

জাতিসঙ্ঘ মহাসচিব বৃহস্পতিবার করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনায় কয়লা বিদ্যুৎ প্রকল্প না রাখার আহ্বান জানিয়েছেন। চীন দূষণকারী জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ জোরদার করায় তিনি এ আহ্বান জানান।

বেইজিংয়ের তসিংহুয়া ইউনিভার্সিটিতে একটি ভিডিও বক্তৃতায় অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘দূষণমুক্ত কয়লা বলে কোন কয়লা নেই, অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনায় কয়লায় স্থান থাকা উচিত নয়।’

তিনি বলেন, ‘কয়লা এবং জৈবজ্বালানি খাতে বিনিয়োগ করে আমাদের অর্থ অপচয় করা ঠিক নয়।’

কোভিড-১৯ মহামারির পরে বিশ্বের দেশগুলো ব্যাপক অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহন করছে। গত বছরের শেষ দিকে চীনে প্রথম এই মহামারি ছড়িয়ে পড়ে, এতে বিশ্ব অর্থনীতি ভেঙ্গে পড়েছে। চীন বিশ্বের বৃহত্তম দূষণকারী দেশ, প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী এই দেশটি নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ করেছে।

গ্লোবাল এনার্জি মনিটর এবং সেন্টার ফর রিসার্চ অন এনার্জি এন্ড ক্লিন এয়ার জুনের রিপোর্টে জানায়, চীন ২৫০ গিগাওয়াট উৎপাদন সক্ষমতার কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করছে, এটি যুক্তরাষ্ট্র অথবা ভারতের চেয়ে অনেক বড়। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement