০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


নিরাপদ সড়ক সপ্তাহে পথসভা

দুর্ঘটনা এড়াতে পথচারীদেরও সতর্ক থাকতে হবে : ইলিয়াস কাঞ্চন

পথসভায় বক্তৃতা করেন ইলিয়াস কাঞ্চন - ছবি : নয়া দিগন্ত

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেছেন রাজপথে আর কোনো মৃত্যু দেখতে চাই না। তিনি বলেন, চালক ও পথচারী সবাইকেই সচেতন হবে। চালকদের দক্ষতা অর্জনের পাশাপাশি পথচারীদেরকেও পথ চলার ক্ষেত্রে সতর্ক হতে হবে।

রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় পঞ্চম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ ২০১৯ ইং (৬-১২ মে) উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) আব্দুস সাত্তারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বিআরটিএ’র পরিচালক (অপারেশন) শিতাংশু শেখর বিশ্বাস, উপ-পরিচালক শফিকুজ্জামান ভূইয়া প্রমূখ। এছাড়া বিআরটিএ’র তিনটি অঞ্চলের (মিরপুর, ইকুরিয়া ও উত্তরা) উর্ধ্বতন কর্মকর্তারাও পথসভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য এবারের বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জীবন বাচাঁন, আওয়াজ তুলুন’।


আরো সংবাদ



premium cement