০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

দখলদার বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হওয়ার পর এক ফিলিস্তিনি নারীর প্রতিক্রিয়া - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের নাবলুস শহরে ইসরাইলী সেনাবাহিনী হামলা চালিয়েছে। এ সময় তাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, গুলির আঘাতে দু’জনের চেহারা বিকৃত হয়ে গেছে। তাদের সনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

ইসরাইলের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে দু’জন গত ৭ এপ্রিল জেরিয়া শহরে হামলা চালিয়েছিল। এতে ইসরাইলি দুই বোন মারা যায়। এ সময় তাদের মা-ও আঘাত পেয়েছিলেন। তিনি পরে মারা যান।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, অভিযানের সময় তারা চারজনকে হাসপাতালে নিতে সক্ষম হয়। এ সময় প্রচুর টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১৫০ জন স্কুলছাত্রীসহ অন্যান্য নাগরিকরা শ্বাসকষ্টের শিকার হয়।

উল্লেখ্য, ইসরাইলের বেসামরিক নাগরিক ও সেনাবাহিনী মিলে চলতি বছর অন্তত ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে ২০ জন শিশু।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement