২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


যে কারণে ইসরাইলে বোমার চালান বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

যে কারণে ইসরাইলে বোমার চালান বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র - সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ আক্রমণের পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগ নিরসনে ইসরাইল ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বোমার একটি চালান স্থগিত করেছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মঙ্গলবার এ কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্ট জো-বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেছেন, ‘আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এতে ১ হাজার ৮০০টি ২ হাজার-পাউন্ড (৯০৭ কেজি) ওজনের এবং ৫০০-পাউন্ড (২২৬ কেজি) ওজনের ১ হাজার ৭০০টি বোমা রয়েছে।’

কর্মকর্তা বলেন, ‘আমরা কিভাবে এই চালান নিয়ে এগিয়ে যাব সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’
ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও ইসরাইল যখন রাফাহতে একটি বড় স্থল অভিযানের দ্বারপ্রান্তে তখন বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন কর্মকর্তা বলেন, ইসরাইলি এবং মার্কিন কর্মকর্তারা বিকল্প নিয়ে আলোচনা করছিলেন, তবে ‘ওই আলোচনা চলছে এবং আমাদের উদ্বেগগুলো পুরোপুরি সমাধান করেনি।’

তিনি বলেন, ‘যেহেতু ইসরাইলি নেতারা এই ধরনের অভিযানের বিষয়ে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।’ সে কারণে ‘আমরা বিশেষ অস্ত্রের প্রস্তাবিত চালান স্থানান্তরের বিষয়টি সাবধানে পর্যালোচনা করতে শুরু করেছি, এসব অস্ত্র ইসরাইল রাফাহতে ব্যবহার করতে পারে। এই আলোচনা এপ্রিলে শুরু হয়েছিল।’

মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন সবচেয়ে ভারী ২ হাজার-পাউন্ডের এসব বোমা ব্যবহারের উপর ‘বিশেষভাবে সতর্ক’ এবং ব্যাপক জনঘনত্বের এই শহরে এসব বোমা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, যেমনটি আমরা গাজার অন্যান্য অংশে দেখেছি।’

তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো জেডিএএম নামে পরিচিত নির্ভুল বোমা কিট ব্যবহারসহ অন্যান্য অস্ত্র হস্তান্তর পর্যালোচনা করছে।

ইসরাইল মঙ্গলবার রাফাহ শহরে ট্যাংক পাঠিয়ে মিশরের সাথে সীমান্ত ক্রসিং দখল করে নেয়। তবে হোয়াইট হাউস এর আগে বলেছে, ইসরাইল প্রতিশ্রুতি দিয়েছিল এটি হবে একটি ‘সীমিত অভিযান’।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল