১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করলো সিরিয়া

ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে সিরিয়া। - ছবি : সংগৃহীত

সিরিয়া বুধবার ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সমর্থনে এ পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। তবে তারা বলছে, ইউক্রেনের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে তারাও এ পথে হেঁটেছে।

নাম প্রকাশ না করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছেন, ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্কশ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ান আরব রিপাবলিক। পারস্পরিক নীতিতে অনুসারে এবং ইউক্রেন সরকারের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।’

ইউক্রেনের রুশ-সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুগানস্ককে স্বীকৃতি দেয়ায় সিরিয়ার সম্পর্ক ছিন্নের কথা গত মাসেই ঘোষণা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সে সময় জেলেনস্কি বলেছিলেন, ‘ইউক্রেন ও সিরিয়ার মধ্যে আর সম্পর্ক থাকতে পারে না।’

ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া দোনেৎস্ক ও লুগানস্কেকে গত ফেব্রুয়ারিতে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রধান কেন্দ্রস্থল ছিল দনবাস অঞ্চলের এ রাজ্য দু’টি।

রাশিয়া ছাড়া ওই রাজ্য দু’টির স্বাধীনতার প্রথম স্বীকৃতি দেয় সিরিয়া। রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল এক দশকের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার আসাদ সরকার এর আগে ২০১৮ সালে রাশিয়া-সমর্থনে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া আরো দুটি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছিল।

এদিকে, আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া আন্তর্জাতিকভাবে জর্জিয়ার অংশ হিসেবে বিবেচিত হলেও রাশিয়া এবং মুষ্টিমেয় আরো কয়েকটি দেশ তাদের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। জর্জিয়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

সূত্র : এএফপি/আরব নিউজ


আরো সংবাদ



premium cement
গাজার রাফাহ সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ? মুসলিম নেতা ওয়াইসির টক্কর নিতে হায়দরাবাদে হিন্দুত্বের মাধবীলতা সংস্কৃতিতে আরো বেশি শ্রম-মেধা বিনিয়োগ করতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কালীগঞ্জে আম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু ‘নুসুক’ কার্ডধারী ছাড়া অন্য কারো মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ নিষিদ্ধ বোলারদের নৈপুণ্যে কষ্টার্জিত জয় বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে : মোবারক হোসাইন নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমির সম্মেলন অনুষ্ঠিত

সকল