০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেয়া হবে না : নেতানিয়াহু

গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন নেতানিয়াহু। পাশে আছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জর্জ। - ছবি : এএফপি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের জন্য কোনো সুযোগ দেয়া হবে না। ইসরাইল কখনো ইরানকে এ পরমাণু অস্ত্র বানাতে দিবে না। ইসরাইলের এ নেতা সোমবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জর্জকে পাশে রেখে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান।

নেতানিয়াহু ওই বক্তব্য রাখার সময় ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে নাশকতার বিষয়ে দেশটির অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। যদিও রোববারে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে দুর্ঘটনার বিষয়ে দেশটি ইসরাইলেকে দোষারোপ করছে এবং নাশকতা পরিচালনাকারী অপরাধী দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ইরানের কর্তৃপক্ষ এ দুর্ঘটনাকে ‘পরমাণু সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করেছে। ইরান বলছে, তারা এ নাশকতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অধিকার রাখে।

ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে তাকে গঠনমূলক বলে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা। গত সপ্তাহে অনুষ্ঠিত এ আলোচনার উদ্দেশ্য হচ্ছে ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা।

ইরানের সাথে করা এ পরমাণু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তিন বছর আগে বেরিয়ে যায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ তার বক্তব্যে বলেন, ‘জায়নবাদীরা প্রতিহিংসার কারণে এ হামলা করেছে। নিষেধাজ্ঞা তুলে নেবার ব্যাপারে আমরা অনেক দূর এগিয়েছি দেখে তারা এসব করছে।......... তারা প্রকাশ্যে বলেছে যে তারা এটা হতে দিবে না। কিন্তু আমরাও জায়নবাদীদের ওপর আমাদের প্রতিশোধ নিব।’

সোমবার ইরান ওই ব্যক্তিকে চিহ্নিত করেছে, যে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত করেছে। এ কারণে পরমাণু কেন্দ্রটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইরানের নুর নিউজ দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে।

নুর নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ওই ব্যক্তিকে শনাক্ত করা করা হয়েছে। এ ব্যক্তিকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যক্তিই নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের হলগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য দায়ী।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement
প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্রনীতি : মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর : ৪৯ লাশ উদ্ধার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-তাসকিন-মাহেদির ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেয়ার সময় যুবক আটক রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক আবেদন কুবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন ডলারের দাম একদিনেই কেন ৭ টাকা বাড়ানো হলো? হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫তম ব্যাচের নতুন কমিটি বন্দরে ২ পোলিং এজেন্ট আটক, যুবকের কারাদণ্ড

সকল