২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


গোপনে আরব আমিরাত সফরে নেতানিয়াহু

- ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্কের বিষয়টি স্বাভাবিক করার লক্ষে গোপনে সফর করেছেন বলে একটি ইসরাইলি সংবাদপত্র জানিয়েছে।

শুক্রবার ইসরাইলি পত্রিকা ইসরাইল টুডে জানায়, দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন করতে গত দুই বছরে নেতানিয়াহু কমপক্ষে দুইবার আরব আমিরাত সফর করেছেন।

সেখানে উল্লেখ করা হয়, "এই দু'দফা সফর কয়েক ঘন্টা ধরে চলে ও নেতানিয়াহুর সাথে দেশটির জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান মীর বেন শব্বাত উপস্থিত ছিলেন।

যেহেতু এখন অবধি দু'দেশের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাই ইসরাইলের প্রধানমন্ত্রী উপসাগরীয় দেশটিতে সরকারীভাবে কোন সফর করেননি।

যদিও ইসরাইল ও আরব আমিরাত পত্রিকায় প্রকাশিত রিপোর্টের বিষয়ে কোন মন্তব্য করেনি।

এদিকে আগামী সপ্তাহে চুক্তির বিষয়ে আলোচনা করতে আরব আমিরাত যাচ্ছে ইসরাইল। ইসরাইলি চ্যানেল ১২ শুক্রবার এ তথ্য দেয়।

রিপোর্টে ইসরাইলের শীর্ষ কর্মকর্তার বরাতে জানানো হয়, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ও চুক্তির বিষয়গুলো চুড়ান্ত করতে আগামী সপ্তাহে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা আরব আমিরাতে মিলিত হবে।

ইসরাইলের একটি শীর্ষ পত্রিকা জানায়, এই বৈঠেকে মোসাদের প্রধান যোশী কোহেন উপস্থিত থাকবেন। ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement