২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


গাজা-সাইপ্রাস নৌসংযোগে সম্মত কাতার ও ইসরাইল

-

ফিলিস্তিনের গাজা উপত্যাকা ও সাইপ্রাসের মধ্যে সাগর পথে সংযোগ স্থাপনে সম্মত হয়েছে ইসরাইল ও কাতার। শনিবার লেবাননের সংবাদপত্র আল-আখবারের এক খবরে এ কথা জানা গেছে।

খবরে প্রকাশ, মিসরের মধ্যস্থতায় তেলআবিব ও গাজার শাসকদল হামাসের মধ্যে শান্তি আলোচনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ও ইসরাইলের নিরাপত্তা বাহিনী এ রুট পর্যবেক্ষণ করবে। হামাস এ রুটের ভিডিও পর্যবেক্ষণ চাইছে।

ইসরাইলের প্রধান প্রধান সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে আল-আখবার জানিয়েছে, এ নিয়ে সমঝোতার বিষয়টি চলমান।

এদিকে, কাতার থেকে ১৫ মিলিয়ন ডলার সাহায্য পাওয়ার পর দীর্ঘদিন পর শুক্রবার বেতন পেলেন গাজার সরকারি চাকুরেরা।

কাতার আরো বলেছে, তারা গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে আহতদের মধ্যে ৫০ হাজার পরিবারকে ১০০ ডলার করে সাহায্য করবে।


আরো সংবাদ



premium cement