০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


সমালোচনা মানেই বিরোধিতা নয়

-

মানুষ সামাজিক জীব। সমাজে বিভিন্ন মত ও চিন্তাধারার লোকের বসবাস। একসাথে জীবনযাপনে কিংবা কর্মক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া সব সময় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু বর্তমান সময়ে ‘যত মত, তত পথ’ নীতিবাক্যটি যেন শাস্ত্রেই নিহিত রয়েছে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয়পর্যায় পর্যন্ত সবাই মনের মধ্যে পোষণ করি, আমার মতের সাথে দ্বিমত পোষণকারী মানেই আমার বিরোধিতাকারী। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের নিজের মতামত প্রকাশ সর্বাধিক প্রচলিত একটি বিষয়। সরকারপক্ষেরও এটি মনে করা উচিত নয়, সমালোচনাকারী মানেই বিরোধিতাকারী। একটি সিদ্ধান্ত নিলে কিংবা বড় পরিকল্পনা নিলে তাতে ভিন্নমত পোষিত হবেই। এই স্বাভাবিক বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়ার চর্চা করতে হবে। অন্যের যুক্তিগুলো থেকে যদি ভালো কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তবে সেটিই ব্যক্তি, দেশ ও জাতির জন্য কল্যাণময় হবে। মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সার্বিকভাবে সব বিষয়ের ওপর পাণ্ডিত্য অর্জন করাও সম্ভব নয়। তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয়পর্যায় পর্যন্ত সব ক্ষেত্রে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সবার কাম্য।
মো: আখতার হোসেন আজাদ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া


আরো সংবাদ



premium cement