০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


মোবাইল কোর্টে সাজার বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়া বৈধ কিনা, জানতে চেয়ে নোটিশ

- সংগৃহীত

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারক কর্তৃক অভিযানের সময় সাজা প্রদানের বিষয়ে প্রেস কনফারেন্স ও গণমাধ্যমে বক্তব্য দেয়া আইনগতভাবে বৈধ কি না, তা জানতে চেয়ে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব, আইন, বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন টেলিভিশনে দেখা যায় যে, মোবাইল কোর্ট পরিচালনায় বিচারিক ক্ষমতা প্রয়োগকালে বিভিন্ন বাহিনী কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করার সময় ও সাজা প্রদান করে গণমাধ্যমে সাজার বিষয়ে বক্তব্য দেন। আপনাদের নিকট এই লিগ্যাল নোটিশের মাধ্যমে জানতে চাই যে, বিচারিক ক্ষমতা প্রয়োগকালে কোনো বিচারক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক গণমাধ্যমে বা মিডিয়ায় বক্তব্য প্রদানের আইনগত সুযোগ আছে কি না ?’

‘অভিযানের আগেপরে সাজার বিষয়ে সরাসরি গণমাধ্যমে বিচারিক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বক্তব্য প্রদান দেশের প্রচলিত আইন ও সংবিধানের সুস্পষ্ট বিধানের পরিপন্থী, বেআইনি হবে কি না? তা জানা আবশ্যক।’

এতে আরো বলা হয়, যদি সংবিধান ও প্রচলিত আইনের বিধান লংঘন করে বিচারিক বিষয় নিয়ে বিচারকবা নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমে বক্তব্য প্রদান করে তা হলে কেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রনালয় (নোটিশগ্রহীতা) কর্তৃক ব্যবস্থা গ্রহণ করছেন না তার একটি সুস্পস্ট ব্যাখা প্রদান করা দেশের আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় জরুরী বলে আইনজীবী সমাজ মনে করে। অতএব লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৩০দিনের মধ্যে এই লিগ্যাল নোটিশের বিষয়ে একটি সুস্পস্ট ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট পিটিশন দাখিল করে মোবাইল কোর্ট পরিচালনায় বিচারিক ক্ষমতা প্রয়োগ করে সাজা প্রদানের বিষয়ে নির্বাহী ম্যজিস্ট্রেট কর্তৃক গণমাধ্যমে বক্তব্য দেওয়া কেন অবৈধ ও অসাংবিধানিক হবে না মর্মে -আদেশ চাওয়া হবে।


আরো সংবাদ



premium cement